ইয়ানুর রহমান, যশোর : বেনাপোলের পুটখালী ও বড়আঁচড়া সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় শিশুসহ ২৫ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। পুটখালী সীমান্তের চরের মাঠ ও বেনাপোল চেকপোস্ট এমপি’র মোড় থেকে সোমবার ভোরে তাদের আটক করা হয়।

বিজিবি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তে অভিযান চালিয়ে ৬ শিশুসহ ২৫ নারী-পুরুষকে আটক করা হয়। তাদের বাড়ী যশোর, নড়াইল, খুলনা ও বাগেরহাট জেলায়। সকাল ১১টায় তাদের বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশ আইনে মামলা হয়েছে।
