আব্দুর রহমান, বাকৃবি প্রতিনিধি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে বক্তব্য দেয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিক্ষোভ মিছিল ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছে বাকৃবি শাখা ছাত্রলীগ।
২১ ডিসেম্বর রবিবার দুপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে কটূক্তি ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি করে বক্তব্য দেয়ায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শাখা ছাত্রলীগ।
বিক্ষোভ মিছিলটি জব্বারের মোড়স্থ ছাত্রলীগের অফিস থেকে শুরু হয়ে কে.আর মার্কেট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় সেখানে তারেক রহমানের কুশপত্তলিকা দাহ করে বিক্ষুদ্ধ নেতা-কর্মীরা। পরে শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বিজয় কুমার বর্মণের সভাপতিত্বে এবং অর্পি হাওলাদারের সঞ্চালনায় এক সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়।
পথসভায় বক্তরা অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানায়।
