দিনাজপুর প্রতিনিধি : “সংস্কৃতির মাঝেই একটি জাতি সত্তার পরিচয়” এই শ্লোগানকে সামনে রেখে দিনাজপুরে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী আদিবাসী সংস্কৃতিক ও বিজয় মেলা-২০১৪।
সোমবার সকালে দিনাজপুর লোক ভবনে নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন-এনডিএফ এর আয়োজনে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রাহয়ন মিঞা। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন,আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ভাষা ও সংস্কৃতিক সুরক্ষায় আমাদের এগিয়ে আসতে হবে। বিলুপ্ত হয়ে যাওয়া সংস্কৃতি ফিরিয়ে আনতে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে একসাথে কাজ করতে হবে। আদিবাসী মুক্তিযোদ্ধা ভাইদের মূল্যায়ন করতে বর্তমান সরকার সকল প্রকার সহযোগিতা করছে।
এনডিএফ এর সভাপতি মিঃ নির্মল সরেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব শাহাজান শাহ্, সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম ও সমাজ সেবক এট্রনি এনএন দাশ। স্বাগত বক্তব্য রাখতে গিয়ে এনডিএফ এর পরিচালক মিঃ ভিক্টর লাকড়া বলেন এদেশের আদিবাসী যাদের ক্ষুদ্র নৃ-তাত্তিক জনগোষ্ঠি বলা হয় তাদের মধ্যে সমতল ভূমি বিশেষ করে এ দেশের উত্তরাঞ্চলের আদিবাসীরা আজও নানাবিধ বঞ্চনা, বৈষম্য এবং নিরাপত্তা হীনতার শিকার। আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে যেতে বসেছে। আমরা এই অবস্থার সুরহা নিশ্চিত করতে চাই। সভায় আদিবাসীদের জীবন সম্পাদ, সংস্কৃতি রক্ষায় রংপুর বিভাগের বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠির পক্ষে ১৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান মন্ত্রী বরারব প্রদানকৃত স্মারকলিপি পাঠ করেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিঃ রণজিৎ কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাকিব সরকার, নরেন বাসকো, মুক্তিযোদ্ধা যোহন টুডু। প্রধান অতিথি আদিবাসী বীর মুক্তিযোদ্ধাদের উত্তরী ও সম্বর্ধনা প্রদান করেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মেসমাউল সরকার। সভার শুরুতে লোক ভবনে আদিবাসীদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয়। সব শেষে আদিবাসী শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করেন।
