গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক জিয়া কর্তৃক জাতির জনক বঙ্গবন্ধু সম্পর্কে কুটুক্তি করায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার সন্ধায় গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর ছাত্রলীগ বিক্ষোভ মিছিল ও তারেক জিয়ার কুশপুত্তলিকা দাহ করে। মিছিলটি রহনপুর ইউসুফ আলী কলেজ থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে গোমস্তাপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। এখানে বক্তব্য রাখেন রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও রহনপুর পৌর মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, রহনপুর পৌর ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম, সহ-সভাপিত ফারুক হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক শাওন পারভেজ, ছাত্র নেতা সোহেল পারভেজ, রহনপুর ইউসুফ আলী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস মুক্তা প্রমুখ।
