তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাকির হোসেন এর সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ১০টায় নায়েক মোঃ আব্দুল মান্নান এর নেতৃত্বে কোতয়ালী থানার কান্দিরপাড় নামক এলাকায় অভিযান চালিয়ে ৮০টি উন্নতমানের ভারতীয় শাড়ী আটক করেছে বিজিবি-১০। অন্য আরেকটি অভিযানে গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় নায়েব সুবেদার মোঃ সুরুজ আলী এর নেতৃত্বে সদর দক্ষিণ থানার সূর্যনগর নামক এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে। এছাড়াও অন্যান্য এলাকায় একাধিক অভিযান চালিয়ে ভারতীয় হুইস্কি ১৫ বোতল, গাঁজা ১৮ কেজি, শাড়ী ৪০টি, গুড়া দুধ ৫০কেজি, ষ্টীল সামগ্রী ১শ’ ৯২টি, বিস্কুট ২শ’ ৫৪ প্যাকেট এবং কমলা ১৩শ’ ২০টি পরিত্যক্ত অবস্থায় আটক করেছে।

১০ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আতাউল্লাহ জামী এ প্রতিনিধিকে জানান- কুমিল্লার বিভিন্ন এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে প্রায় ৯ লাখ ২ হাজার ৩শ’ টাকার মাদকদ্রব্য এবং উন্নতমানের ভারতীয় শাড়ীসহ অন্যান্য আটক করতে সক্ষম হয়েছে বিজিবি-১০ এর সদস্যরা। আটককৃত মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য মালামাল কাস্টম্্স অফিসে জমা করা হয়েছে।
