আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির শিবপুর গ্রামের পৈত্রিক জমির দখল নিয়ে ভাইদের মধ্যে বিরোধের জের ধরে এক রক্তক্ষয়ী সংঘর্ষে পিতাপুত্র সহ অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের মধ্যে লেবু (৫২) তার ছেলে লিয়ন (১৪), ভাই ওহাব (৫৫) ও মাহবুব (২০) নামের ৪ জনকে গুরুত্ব অবস্থায় আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানাযায়, উপজেলার শিবপুর গ্রামের জসিম উদ্দীনের ছেলেদের মধ্যে পৈত্রিক জমির অংশ ও তার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত রবিবার সন্ধ্যায় কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধলে ৮ জন আহত হয়। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে পারিবারিক সূত্রে জানাযায়।
