স্টাফ রিপোর্টার : ২১ ডিসেম্বর রবিবার সকালে শেরপুর জেলা পরিষদ কর্তৃক শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতি’র নামে সাড়ে ৩ শতাংশ জমি লীজ গ্রহনের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন পরিষদ ভবন সন্নিকটে কানাসাখলা-চন্দ্রকোনা সড়ক সংলগ্ন ভাতশালা মৌজা’র ৩৮২ নং দাগের ১৩ শতাংশের কাতে ৩.৫০ শতাংশ জমি লীজ প্রদান করেন শেরপুর জেলা পরিষদ।
জমি হস্তান্তরের সময় সাংবাদিক কল্যাণ সমিতি’র সভাপতি শাহরিয়ার মিল্টন, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ অন্যান্য উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক রফিক মজিদ, সাংবাদিক আবুল হাশিম, মাহিউদ্দিন সোহেল, রেদওয়ানুল হক আবীর, কাজী মাসুম, মনিরুজ্জামান রিপন, মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, জেলা পরিষদের সার্ভেয়ার রোজওয়ান রহমান, একই দাগের অপর লীজ প্রাপ্ত সারোয়ার হোসেন প্রমুখ।
