স্টাফ রিপোর্টার : শেরপুরে বিসিবি’র ইয়ং টাইগার্স অনুর্ধ-১৪ বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগীতার ঢাকা নর্থ ভেন্যুর ২১ ডিসেম্বর রবিবারের খেলায় কিশোরগঞ্জ জেলা দল ৪০ রানে নেত্রকোনা জেলা দলকে পরাজিত করেছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্ধারিত ৫০ ওভারের খেলায় সকালে টস জিতে কিশোরগঞ্জ জেলা প্রথমে ব্যাট করে ৩০ দশমিক ৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৫ রানকরে। জবাবে নেত্রকোনা জেলা ২৫ দশমিক ৫ ওভারে ৭৫ রানে অলআউট হলে ৪০ রানের বড় জয় পায় কিশোরগঞ্জ। জয়ী দলের স্পিনার তপন ৮ ওভার বোলিং করে ২০ রানে একাই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নেয়।

সংক্ষিপ্ত স্কোর : কিশোরগঞ্জ জেলা-১১৫/১০, ৩০.৫ ওভার (মুয়িদ আল আরিফ ১৫, তপন ১৩, অতি: ৫৪, নাবিল ৩/১৩, অনন্ত ৩/১৭)। নেত্রকোনা জেলা-৭৫/১০, ২৫.৫ ওভার (শহিদুজ্জামান ৭, অতি: ৫০, তপন ৫/২০)। কিশোরগঞ্জ জেলা ৪০ রানে জয়ী।
