ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা : আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বঙ্গবন্ধু মৃত্যঞ্জয়ী বীর। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে তিনি অবিনশ্বর। বিশ্ববেয়াদব তারেক রহমান তাকে (বঙ্গবন্ধুকে) নিয়ে কি বলল তাতে গুরুত্ব দেবার কিছু নেই। তার মন্তব্যেও কিছু যায় আসে না। তিনি ২১ ডিসেম্বর রবিবার পাবনা পুলিশ লাইন ময়দানে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, গত ৪ বছর ধরে বেগম জিয়া আন্দোলনের হুমকী দিয়ে আসছেন। এটা নিতান্তই পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। তিনি যে দল পরিচালনায় ব্যর্থ তার প্রমাণ গত ৫ জানুয়ারির নির্বাচনেই তার নেতাকর্মীদের মধ্যে জানান দিয়েছেন। তাই বৃথা হুঙ্কার দিয়ে কোনো লাভ হবে না।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেন, বিএনপিকে ডুবানোর জন্য তারেকই যথেষ্ট, আর কাউকে লাগবে না। প্রধানমন্ত্রী থাকাকালে বেগম খালেদা জিয়া যত অপকর্ম, দুর্নীতি ও সন্ত্রাস করেছিলেন, এজন্য বাংলার জনগণ তাকে আস্তাকুঁড়ে ছুড়ে ফেলেছে। সেখান থেকে তাকে আর জনগণ ফিরিয়ে আনবে না।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপির সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, কেন্দ্রীয় সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এমপি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি প্রমুখ।
দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। শহরকে সাজানো ছিল নতুন সাজে। শহর ও শহরের বাইরে নির্মিত হয়েছে অসংখ্য তোরণ। সর্বশেষ ২০০৫ সালের ৫ এপ্রিল অনুষ্ঠিত হয় পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। এরপর আর কোনো সম্মেলন হয়নি পাবনা জেলা আওয়ামী লীগের।
সন্ধ্যায় পাবনা দোয়েল কমিউনিটি সেন্টারে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগামী তিন বছরের জন্য পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে ভূমিমন্ত্রী শামছুর রহমান শরীফ ডিলু এমপি এবং সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি নির্বাচিত হয়।
