নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের নলজোড়া বাজার এলাকায় ২০ ডিসেম্বর শনিবার গভীর রাতে স্থানীয় কুব্বাত আলীর বাড়ি ঘেরাও করে বাড়ির সকল লোকজনকে অস্ত্রের মুখে বেধে রেখে টাকা, স্বর্ণালংকার, মটর সাইকেলসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে একদল ডাকাত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ৭-৮ সদস্যের একদল ডাকাত কুব্বাত আলীর বাড়ি ঘেরাও করে। এসময় তারা অস্ত্র দেখিয়ে ঘরে থাকা সবাইকে বেধে ফেলে আলমিরা থেকে ২ লাখ টাকা, স্বর্ণালঙ্কার লুট করে। যাওয়ার সময় বাড়ীতে থাকা একটি টিভিএস মোটরসাইকেল নিয়ে ডাকাত দল নির্বিঘেœ চলে যায়। ডাকাতরা ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর লোকজন ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে।
রাজনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন। ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নালিতাবাড়ী থানার ওসি একেএম আমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি, তদন্ত করে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
