চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি শরিফুজ্জামান দুদু বাদি হয়ে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। ২১ ডিসেম্বর রবিবার বেলা ১২টায় চুয়াডাঙ্গা থানায় সিনিয়র চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়। এরপর বেলা সাড়ে ১২টায় জেলা ছাত্রলীগের উদ্যোগে তারেক জিয়ার কুশোপুত্তলিকা নিয়ে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে কোর্টমোড়ে তারেক জিয়ার কুশোপুত্তলিকা দাহ করে বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতা ও কর্মীবৃন্দ।
