গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে বাবু (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। ২১ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের রহনপুর-পোরশা সড়কের এনায়েতপুর মোড় নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের তাইজুদ্দিন ইসলাম সেতুর ছেলে। এতে বাবলু (৩০) নামে অপরজন গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রহনপুর-পোরশা সড়কের এনায়েতপুর মোড়ে রহনপুর থেকে যাওয়া যাত্রীবাহী বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী ২জন বাসের চাকায় পিষ্ট হয়। স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় ২জনকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার সময় রাস্তায় আলিনগর ইউনিয়নের আলিনগর গ্রামের তাইজুদ্দিন ইসলাম সেতুর ছেলে বাবু মারা যায়। অপর আরোহী একই গ্রাামের মৃত আতু ম্যানেজারের ছেলে বাবলু গুরুতর আহত থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থান্তান্তর করা হয়েছে। এদিকে গোমস্তাপুর থানা পুলিশ বাসের চালক ও হেলপারকে আটক করেছে।
