মেহের আমজাদ ,মেহেরপুর : মেহেরপুরের গাংনী হাসপাতালে বিনা চিকিৎসায় হুজাইফা (১১মাস) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মারা যায় সে। শিশু হুজাইফা উপজেলার বাওট গ্রামের আব্দুল আলিমের ছেলে।

হুজাইফার মা মুসলিমা খাতুন জানান, ডাইরিয়া জনিত রোগে আক্রান্ত হলে শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে গাংনী হাসপাতালে ভর্তি করা হয়। শুধুমাত্র একটি স্যালাইন দেয়া ছাড়া তার ছেলেকে আর কোন চিকিৎসা দেয়া হয়নি। সুষ্ঠু চিকিৎসার অভাবেই তার ছেলের মৃত্যু হয়েছে।
হুজাইফার নানা হাসান আলী বেল্টু জানান, বারবার চিকিৎসককে ডাকতে গেলেও তাদের ডাকে সাড়া দেয়নি চিকিৎসক।
এব্যাপারে কর্তব্যরত চিকিৎসক মেহেদী শামিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। এদিকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে গেলেও তার দেখা পাওয়া যায়নি।
গাংনী থানার ওসি রিয়াজুল ইসলাম জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
