খালেদ হোসেন টাপু,রামু (কক্সবাজার) : আজ ২১ ডিসেম্বর রবিবার কক্সবাজারের রামু উপজেলা পরিষদ উপ- নির্বাচন। এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। এ উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হচ্ছেন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী রিয়াজ উল আলম (মোটর সাইকেল), বিএনপি সমর্থিত মেরাজ আহমেদ মাহিন চৌধুরী (আনারস) এবং জামায়াত সমর্থিত ফজলুল্লাহ মো. হাসান (ঘোড়া)। নিজেদের জয় পেতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থীরা।
এদিকে, অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রশাসন। ৫০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৮শ’ ১ জন।
উল্লেখ্য, গত ১১ আগস্ট রামু উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আহমেদুল হক চৌধুরী ভারতের একটি হাসপাতালে মৃত্যুবরণ করায় এই পদটি শূন্য হয়।
