অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বড়ছেলে তারেক রহমান কটুক্তি করার প্রতিবাদে ২১ ডিসেম্বর রবিবার বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা ও কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে উপজেলা সদর ঘুরে জিড়ো পয়েন্টে উপজেলা ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান সেরনিয়াবাত আজাদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ নেতা ফরহাদ তালুকদার, সাইদুল সরদার, রফিক তালুকদার, রেমন ভুঁইয়া, শ্রমিকলীগ সভাপতি লিটন তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ইলিয়াস তালুকদার, আওয়ামীলীগ নেতা এয়ার ফারুক বখতিয়ার, ইউনুস মিয়া, হালিমুজ্জামান হালিম, ছাত্রলীগ সহ-সভাপতি আবু সালেহ লিটন, আবদুল্লাহ লিটন, আরিফ তালুকদার, মিন্টু সেরনিয়াবাত প্রমুখ। সভা শেষে বিক্ষুব্ধ নেতাকর্মীরা তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করে।
