হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের হোসেনপুরে পূর্ব শত্রুতার ধরে দু-পক্ষের সংর্ঘষে স্থানীয় বিএনপি নেতা ও মহিলাসহ ৫ জন আহত হয়েছে। ২০ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় ওই সংঘর্ষ ঘটে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
জানা যায়, উপজেলার ধুলিহর গ্রামের আসাদ মিয়া গ্রুপের সাথে একই এলাকার বিএনপি নেতা মোঃ চাঁন মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিলো। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে উপজেলার নতুন বাজার সংলগ্ন এলাকায় বিএনপিনেতা চাঁন মিয়ার সাথে প্রতিপক্ষ আসাদ মিয়ার কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে দু’পক্ষের লোকজন এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনলেও মহিলাসহ ৫ জন আহত হয়। আহতরা হলেন- উপজেলা বিএনপির সদস্য ধুলিহর গ্রামের চাঁন মিয়া (৫০),রাজু মিয়া (২০),রহিমা খাতুন (৬৫), মামুন মিয়া (২২), আঙ্গুরা বেগম (৪৫)। আহতদের হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
