স্টাফ রিপোর্টার : শেরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে নালিতাবাড়ীর তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলে শ্রীবরদীর মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়েছে। শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মাঠে ১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা আন্ত:প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিব গোল্ডকাপে নালিতাবাড়ী উপজেলার তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছেলেরা ট্রাইব্রেকারে ৩-২ গোলে ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া কামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে অমিমাংসিত ছিল। বঙ্গবন্ধু গোল্ডকাপে জয়ী দলের রবিন সর্বোচ্চ গোলাদাতা এবং পরাজিত দলের সোহেল টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে শ্রীবরদী উপজেলার মাটিফাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের েেময়েরা ২-০ গোলে ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। বঙ্গমাতা গোল্ডকাপে বিজয়ী দলের আকাশী সেরা খেলোয়াড় এবং ফেন্সি বেগম সর্বোচ্চ গোলাদাতার পুরস্কার লাভ করে। খেলা শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন বিজয়ী বিজিত দলের মাঝে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এসময় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নাসির উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক নাজিমুল হক নাজিম, ডিএফএ সম্পাদক মানিক দত্ত, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাকিম বাবুল, শিক্ষক নেতৃবৃন্দ ও শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিপুল সংখ্যক দর্শক ফাইনাল খেলা দু’টি উপভোগ করেন।
