দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ হুমায়ুন কবির বলেছেন, শিক্ষা ও সংস্কৃতির আলোয় আলোকিত হতে আধুনিক প্রযুক্তি জ্ঞান অর্জনে নিজেকে তৈরি করতে হবে। চ্যালেঞ্জ হিসেব গ্রহন করতে হবে বিশ্বায়নের তথ্য ও প্রযুক্তিকে।
তিনি আজ শনিবার দিনাজপুর সদর উপজেলার পশ্চিম শিবরামপুর সান্তাল এডুকেশন সেন্টার প্রাঙ্গনে সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন (সাসু) দিনাজপুর জেলা শাখা আয়োজিত ষষ্ঠ জাতীয় সান্তাল ছাত্র-ছাত্রী সম্মেলন-২০১৪ উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন।
“শিক্ষা ও সংস্কৃতির আলোয় আলোকিত করি সান্তাল সমাজ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রংপুর রেঞ্জের ডিআইজি মোঃ হুমায়ুন কবির আরো বলেন, তিনি বলেন, ২০২১ সালের মধ্যে দারিদ্র-নিরক্ষরমুক্ত ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে এবং বাংলাদেশকে ২০৪১ সালের মধ্যে একটি উন্নত ও শিক্ষিত জাতিতে পরিণত করতে শিক্ষার্থীদের আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই। দেশ ও জাতির প্রত্যাশা সুখী সমৃদ্ধি ও সমাজ ব্যাবস্থা পরিবর্তন করতে পারে নতুন প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আহমেদ হোসেন। বিশেষ অতিথির পুলিশ সুপার মোঃ রুহুল আমিন এবং দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবু বক্কর সিদ্দিক সহ অন্যরার বক্তব্য রাখেন। সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন (সাসু) দিনাজপুর জেলা শাখার সভাপতি রনি হেমব্রম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক সৈকত পাল, সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়নের সাবেক সভাপতি বুবোধ এম বাস্কে। অনুষ্ঠান পরিচালনা করেন সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জন মুর্মু। প্রবন্ধপাঠ করেন প্রিয়াংকা মুর্মু কেয়া।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় সান্তাল স্টুডেন্টস্ ইউনিয়ন দিনাজপুর জেলা শাখার শিল্পীদের পরিবশেনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
