জামালপুর সংবাদদাতা : জামালপুরের মেলান্দহে নির্মাণ শ্রমিক খোকা আকন্দের (৪৫) মৃত্যু হয়েছে। তিনি মালঞ্চ আল আমিন জমিরিয়া কামিল (স্নাতক) মাদ্রাসার পুরনো ভবন ভাঙ্গার কাজ করছিলেন। এলাকাবাসি জানিয়েছেন, ২০ ডিসেম্বর সকালের নাস্তার ১০টার দিকে পর অন্যান্য শ্রমিকদের সাথে দ্বিতল ভবন ভাঙ্গার কাজ করাকালে মাটিতে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত শ্রমিকের বাড়ি পূর্বমালঞ্চ’র মামাভাগিনা গ্রামে। মাদ্রাসা কর্তৃপক্ষ নিহত শ্রমিকের পরিবারকে ৫০হাজার টাকা প্রদান করেন।
