ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০১৪ | ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মহাদেবপুরে বিপুল পরিমাণ জমিতে সরিষা আবাদ : পরিচর্যায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৪ ৫:২১ অপরাহ্ণ

Mohadevpur Sorisaমহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে চলতি মৌসুমে কৃষকরা বিপুল পরিমাণ জমিতে সরিষার আবাদ করেছেন। স্থানীয় জাতসহ বারী-১৪, বারী-১৫, সম্পদ এবং টরি জাতের সরিষার ভাল ফলনের আশায় কৃষকরা এবার চাষাবাদে বেশ ঝুঁকে পড়েছেন। গত মৌসুমে স্থানীয় হাট-বাজারগুলোতে সরিষার ভাল দাম পাওয়ায় কৃষকরা এবার সরিষা চাষে আরো বেশী আগ্রহী হয়েছেন। সে সময় কৃষকরা প্রতিমণ সরিষা ২ হাজার থেকে ২ হাজার ৪০০ টাকা দরে বিক্রয় করেছেন। সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের নিয়ে মাঠ পর্যায়ে উদ্বুদ্ধকরণ সভাসহ নানান সহায়তা প্রদান করেছে। এতেও কৃষকরা সরিষা চাষে মনযোগী হয়। মাঠের পর মাঠ এখন ছেয়ে গেছে সরিষার হলুদ ফুলে। এসব ক্ষেতে এখন পরিচর্যার কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষাণ-কৃষাণী। ভোরের আলো ফুটে ওঠার আগেই শীত উপেক্ষা করে কুয়াশা ঘেরা ক্ষেতগুলোকে নিরাপদ রাখতে ঘাস ও ক্ষতিকারক আবর্জনা দমনে কৃষক প্রাণান্তকর চেষ্টা করছেন। কৃষকের যতœশীল হাতের পরশে তীল-তীল করে বেড়ে উঠছে সরিষা ক্ষেত আর এতেই আনন্দে ভরছে শত শত কৃষাণ-কৃষাণীর মন ও প্রাণ। উপজেলা কৃষি কর্মকর্তা মফিদুল ইসলাম জানান, চলতি মৌসুমে উপজেলায় ২ হাজার ৮০ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। এখন পর্যন্ত ক্ষেতের ভাল অবস্থা বিবেচনা করে কৃষি বিভাগ আশা করছে এবারও ভাল ফলন পাবেন চাষীরা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!