ads

শনিবার , ২০ ডিসেম্বর ২০১৪ | ২রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের জনগণই সরকার নির্ধারণ করবে : মজীনা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২০, ২০১৪ ৩:১৫ অপরাহ্ণ

usa-ambassador Dan W Mojenaশ্যামলবাংলা ডেস্ক : মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, যুক্তরাষ্ট্র কখনও কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানোর চেষ্টা করেনি, করবেও না। বাংলাদেশে সরকার কোন দল গঠন করবে তা দেশের জনগণই নির্ধারণ করে, করবে। ২০ ডিসেম্বর শনিবার রাজধানীর গুলশানের আমেরিকান ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি ওই কথা বলেন।

Shamol Bangla Ads

দায়িত্ব পালনকালে নিজের অর্জন প্রসঙ্গে বিদায়ী রাষ্ট্রদূত মজীনা বলেন, আমি চেষ্টা করেছি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রাতিষ্ঠানিক রূপ দিতে। এ সম্পর্কের লক্ষ্য ছিল এ দেশের রাজনীতি, সংস্কৃতি ও জনগণের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাজনীতি, সংস্কৃতি ও জনগণের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করা।
গরীব নয়, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে উল্লেখ করে একে ‘রয়েল বেঙ্গল টাইগারের’ সঙ্গে তুলনা করে মজীনা বলেন, এই রয়েল বেঙ্গল টাইগারের চারটি পা। প্রথম পা হচ্ছে গার্মেন্ট শিল্প। এ শিল্পের উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাবে। দ্বিতীয় পা হল চামড়া শিল্প। চামড়া শিল্পে বাংলাদেশ বিশ্বের যেকোনো দেশকে ছাড়িয়ে যেতে পারে।
ওযুধ শিল্পকে ‘তৃতীয় পা’ উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, অল্প কিছু দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে ব্যাপক রফতানি হবে বাংলাদেশে তৈরি ওষুধ। আর চতুর্থ পা হলো তথ্যপ্রযুক্তি খাত। বিশেষ করে এ দেশের তরুণ শিক্ষার্থীরা সফটওয়ার তৈরি করে সারা বিশ্বে সুনাম অর্জন করেছে।
উল্লেখ্য, ২০১১ সালের ২৪ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় দায়িত্বে আসেন ড্যান ডব্লিউ মজিনা। এর আগেও ১৯৯৮ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বাংলাদেশে মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কনস্যুলার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তবে রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে আসার আগেই যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়ার কলেজে অধ্যাপনা করতেন মজিনা। মাত্র এক বছর সেখানে ছিলেন। বাংলাদেশ থেকে ফিরে তিনি আবারো সেই অধ্যাপনায় যোগ দিচ্ছেন। ঢাকা মার্কিন দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ এই সদস্য ২০০৭ সালে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত হিসেবে ২০১০ সাল পর্যন্ত আফ্রিকার দেশ অ্যাঙ্গোলাতে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ফিরে অধ্যাপনায় যোগ দেন এবং এক বছরের মাথায় তাকে আবারো বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠানো হয়। বাংলাদেশ ছাড়াও মজিনা দক্ষিণ এশিয়ার ভারত, পাকিস্তান এবং আফ্রিকার দেশ জাম্বিয়াতে মার্কিন দূতাবাসের ঊর্ধ্বতন কমকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রবিবার বাংলাদেশ ছেড়ে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদায়ী এই রাষ্ট্রদূত।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!