মেহের আমজাদ, মেহেরপুর : কথা না বললেও তিনি যে একজন রং তুলি শিল্পী (আটিস্ট) সেটা তার হাতের লেখা ও বিভিন্ন লতা-পাতার দৃশ্য আঁকার পারদর্শিতায় বুঝা যায় যে তিনি একজন রং তুলি শিল্পী ছিলেন। এই শিল্পীকে মেহেরপুর শহরে গত বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে। এ দিন দুপুরে তিনি মেহেরপুর কলেজ রোডস্থ জেলা সরকারী গণগ্রন্থাগারের প্রবেশ পথে এক মনে রং তুলি না পেয়ে কয়লা, ইট ও চক দিয়ে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য আঁকছিলেন। আর সেই সাথে বাংলা ও ইংরেজীতে সুন্দর হস্তাক্ষরে লিখছিলেন তার মনের কথা। এ সময় তার নাম ঠিকানা জানতে চাইলে কথা বলতে চাননি। অভিমানি এই শিল্পী ইশারায় তার আঁকা ও লেখার দিকে দৃষ্টি দিতে বলে পুনরায় এক মনে লিখতে ও আঁকতে ব্যস্ত হয়ে উঠলেন। তবে তার লেখা ও আঁকাতে দৃষ্টি দিতেই জানা গেল তার নাম কাদের। জেলার নাম বরিশাল। এ ছাড়া বরিশাল জেলার কোন থানায় কোন গ্রামে সেটা তার লেখা বা আঁকা থেকে জানা যায়নি। তিনি তার সুন্দর হাতের লেখায় লিখেছেন, বাড়ি ছিল দক্ষিণবঙ্গে বিশাল এক নদীর কুলে, জেলা- বরিশাল, বিশাল নদীর কুলে বাড়ি যেন কারও না হয়, অবশেষে নিষ্ঠুর নদীতে প্রচন্ড আঘাত দেয়- কাদের আর্ট। আর এক স্থানে লিখেছেন, ছন্নছাড়া মন ঠিক হয়ে আজও কোথায়ও দাঁড়ায় না, যেখানেই যাই মানুষ বলে পাগল। আবার লিখেছেন, কথা বলার মত মন মানসিকতা সব সময় থাকেনা। আর শত ব্যথার মাঝেও যে হাসি; সে হাসি অনেক দামী।
আনুমানিক (৫০) বছর বয়সী কাদের হয়ত এক সময় তার এলাকায় রং তুলি শিল্পী (আটিস্ট) হিসাবে পরিচিত ছিলেন। কিন্ত কাদের এখন সহায় সম্বলহীন এক যাযাবর, যার লেখায় আঁকায় বলে দিচ্ছে দক্ষিণ বঙ্গের বরিশাল জেলার কোন এক নদীর কুলে বাড়ি ছিল, ঘর সংসার ছিল। নদীর ভাঙ্গনে সব হারিয়ে নিঃস্ব এই ব্যক্তিটি যেখানেই যায় মানুষ নাকি তাকে পাগল বলে। কিন্ত কই তাকে তো দেখে পাগল বলে মনে হয়না। হয়ত বা মানসিক আঘাতে ভেঙ্গে পড়া এই মানুষটি আর ফিরে যাবেনা স্বজনদের ঠিকানায়। পথে-প্রান্তরে ঘুরে ঘুরে কাটবে তার বাঁকী জীবন।

মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিংকন আর নেই
মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মাসুদ খান লিংকন আর নেই। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে দিকে তিনি কুষ্টিয়ার ডা. মান্নান হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না—-রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৫ বছর।
বৃহস্পতিবার বিকলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতানে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডা. তাকে কুষ্টিয়া রেফার করে। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এদিন বাদ এশা মেহেরপুর হোটেল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে তার নামাজে জানা শেষে মেহেরপুর পৌর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার দাফন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অ্যাড. মিয়াজান আলী, সদর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ গোলাম রসুল, শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক আক্কাস আলী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, মরহুমের বড় ভাই আসলাম খান পিন্টু প্রমুখ। এর আগে মেহেরপুর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পক্ষ থেকে লিংকনের মরদেহে পুষ্পমাল্য অর্পন করা হয়।
লিংকন ছিলেন মেহেরপুর শহরের লর্ডমার্কেট পাড়ার মরহুম শাহজাহান খান ওরফে বিষু খাঁর ছোট ছেলে।

মেহেরপুরে এসএসসি ৯৭ ব্যাচ’র কম্বল বিতরণ
মেহেরপর সরকারী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচ এর উদ্যোগে শীতার্ত মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ব্যাচ’র আহবায়ক ডা. কাজল আলীর সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক আব্দুর রাজ্জাক খান ম্যাগা, সাবেক সহকারি শিক্ষক রবিন্দ্রনাথ সাহা, আব্দুর রাজ্জাক।
এ সময় অতিথির বক্তব্যে শিক্ষকরা বলেন, ৯৭ ব্যাচ এর ছেলেদের কর্মকান্ডে আমরা মুগ্ধ। মানুষের কল্যানে, মানুষের কষ্ট লাঘবে তারা এগিয়ে এসছে ভবিষ্যতে আরো এগিয়ে আসবে এই কামনা রাখি। তারা আজকে অনুষ্ঠানি করেছে তাদের সেই স্কুল চত্বরে। আমরা খুবই আনন্দিত তারা তাদের প্রিয় স্কুলটিকে এখনো ভুলে নি। তারা মানুষের কল্যানে আরো বেশী এগিয়ে আসবে এই দোয়া করি।
অনুষ্ঠানে মেহেরপুর পৌর এলাকার ২শ’ দু:স্থ শীতার্তর মাঝে কম্বল বিতরণ করা হয়। এ সময় ৯৭ ব্যাচের ডা. আবুল কাশেম, আরিফুল ইসলাম জনি, ইয়াদুল মোমিন, সাদরুল ইসলাম, শাহিন বিশ্বাস, মীর সাদিক ওয়াহেদ, মিনারুল ইসলামসহ ৯৭ ব্যাচের বন্ধরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ৯৭ এর মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়।
মেহেরপুরে বাংলাদেশ কিন্ডারগার্ডেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
মেহেরপুরে বাংলাদেশ কিন্টারগার্ডেন আয়োজিত বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। দ্ইু দিন ব্যাপি এই পরীক্ষা মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিন গতকাল শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এদিন ৭’শ ৬৫ পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ গ্রহন করে ৭’শ ১৩ জন। প্রথম দিনের গণিত পরীক্ষায় মোট অনুপস্থিত ছিল ৫২ জন। হল সুপারের দায়িত্ব পালন করেন মেহেরপুর ল্যাবরোটরি কিন্টারগার্ডেনের পরিচালক আব্দুল কুদ্দুস। জেলা কিন্টারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারন সম্পাদক আফতাব আলী খাঁন, উপদেষ্টা সামসুজ্জামান শামীম, সহসভাপতি জানে আলম এ সময় বিভিন্ন পরীক্ষার কক্ষ ঘুরে ঘুরে দেখেন।
মুজিবনগরের প্রাক-বড়দিন উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
মুজিবনগরের বল্লভপুরে প্রাক-বড়দিন উপলক্ষে চার্চ ডিনারী সম্পাদকের নিজস্ব উদ্যোগে এলাকাতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে চার্চ ডিনারী সম্পাদক মিঃ সংকর বিশ্বাসের নিজস্ব বাসভবনে এলাকার ২শ’ দুস্থ পরিবারের মাঝে শীত বস্ত্র প্রদান করা হয়। বল্লভপুর চার্চ পুরোহিত রেভাঃ বিলিয়ম সরদার, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, চার্চ ডিনারী সম্পাদক মিঃ সংকর বিশ্বাস ও মিঃ বিকাশ বিশ্বাস প্রমুখ উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
