নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রুবেল হোসেন (১৮) নামে এক কলেজছাত্র খুন হয়েছে। ১৯ ডিসেম্বর শুক্রবার দুপুর সোয়া ১টার দিকে মিজমিজি পাগলাবাড়ি এলাকায় ওই ঘটনা ঘটে। ওই সময় রুবেল জুম্মার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল। রুবেল আদমজীর এমডব্লিউ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দীন ওই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
