চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : চকরিয়ায় ক্রিকেট খেলা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ রুবেল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত রুবেল চকরিয়া উপজেলা সাহারবিল ইউনিয়নের আব্দুল জব্বার সিকদার পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের ফাঁড়িরথোড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ওইসময় যুবক রুবেলকে উদ্ধার করতে গিয়ে ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন তার মামাতো ভাই শফিকুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে স্থানীয় যুবকরা সাহারবিল ইউনিয়নের আবদুল জব্বার সিকদার পাড়া মসজিদের সামনের জমিতে ক্রিকেট খেলার আয়োজন করেন। রুবেল ওইদিন খেলা দেখতে যান। খেলা শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক হঠাৎ পথরোধ করে রুবেলকে উপর্যপুরি ছুরিকাঘাত করে। ওইসময় তাকে উদ্ধারে এগিয়ে আসলে মামাতো ভাই শফিকুল ইসলামকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। ঘটনার পর পরিবার সদস্য ও স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। ওইসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত্যু ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই মিনহাজ উদ্দিন ভুট্টো জানান, তার ভাই রুবেল গতকাল বিকেলে খেলা শেষে বাড়ি ফেরার পথে স্থানীয় আবুল কাসেম ও তার শ্যালক শাহেদের নেতৃত্বে দুর্বৃত্তরা পথরোধ করে রুবেলকে ছুরিকাঘাত করেন। এক বছর পূর্বে একটি ফুটবল চুরির ঘটনাকে কেন্দ্র করে রুবেল ও কাশেমের শ্যালক শাহেদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে পরিকল্পিতভাবে দূর্বৃত্তরা তার ভাইকে হত্যা করেছে বলে তার স্বজনরা জানান।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ক্রিকেট খেলা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে শুনেছি। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।
