আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : গত বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ৩ জুয়ারু সহ ৫ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করেছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো উপজেলার জিনইর গ্রামে জুয়া খেলার সময় ওউ গ্রামের সাহের মন্ডলের ছেলে আবাদুস ছালাম, ছামসুল ইসলামের ছেলে লিটন ও মকলেছার রহমানের ছেলে হাফিজুলকে এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা মূলে দ্রুত বিচার আইন মামলায় ডহরপুর গ্রামের বাদেশ আলীর ছেলে তাছের আলী মন্ডলকে ও এনজিআর মামলায় ডাঙ্গাপাড়া গ্রামের এমদাদুল হকের ছেলে ইউসুফ আলীকে গ্রেফতার করা হয়।
