রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগায়ের রাণীশংকৈলে জিরাতুন নেশার খুনের চাঞ্চল্যকর মামলার ৪ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, ১৭ ডিসেম্বর রাতে উপজেলার হাড়িয়া গ্রামের বাসেদের স্ত্রী জিরাতুন নেশা (৫০) খুন হয়। জিরাতুন নেশার ভাই তোফাজ্জুল বাদী হয়ে রাণীশংকৈল থানায় মামলা দায়ের করেছে। এঘটনার সাথে জড়িত থাকায় সন্দেহজনক ভাবে ঘটনার পরের দিন থানা পুলিশ জেরাতুন নেশার স্বামী বাশেদ (৬৫), রামপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে আজাহার আলী (৩৫), বাসেদ আলীর ছোট স্ত্রী শমিজা (৩৫) ও বাসেদের ছোট ভাই আমু (৫৫)কে গ্রেফতার করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা এস আই ফজলু জানান, ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের খুজে বের করে তাদের আইনের আওয়াতায় নেওয়া হবে। যাদের সন্ধেহজনক ভাবে ইতি মধ্যে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
