রাণীশংকৈল (ঠাকুরগাও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হাড়িয়া গ্রামে জেরাতুন নেছা (৫০) নামে এক বৃদ্ধা খুন হয়েছে।
বুধবার বিকালে হাড়িয়া এলাকার একটি কাটা ধানের ফাঁকা ক্ষেত থেকে ওই বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
জেরাতুন ওই উপজেলার হাড়িয়া গ্রামের বাসেদ আলীর ১ম স্ত্রী।
রানীশংকৈল থানার ওসি সুকুমার মোহন্ত জানান, এলাকাবাসী বাড়ি হতে দুরের একটি ফাঁকা ক্ষেতে লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের গলা কাটা লাশের মাথা ও কানের নিচে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বলে জানান ওসি সুকুমার মোহন্ত।
জেরাতুন নেছার স্বামী বাসেদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যার পর বাড়ি থেকে বের হলে তাকে আর পাওয়া যায়নি।
ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মৃতের পরিবারের ৪ সদস্য আটক করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলা নং ১২।
