চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার বাড়াদী সীমান্তে ৮০/৪৫ টি পিলারের কাছে ব্যাটালিয়ন কমান্ড পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টা থেকে ১১ টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এ বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ, ঠাকুরপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জমশেদ আলী এবং বিএসএফের পক্ষে নদিয়া জেলার চাপড়া থানার ১১৩ ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার সুরেশ কুমার ও গেদে ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসি দিপক থাপ্পা।

বৈঠকে সীমান্তের জিরো পয়েন্টে ভারতীয় সেচ পাম্প দীর্ঘদিন বন্ধ থাকার পর পাম্পটি চালু করার উদ্যোগ নেয় ভারত। এতে বিজিবি বাধা দিলে পতাকা বৈঠকের মাধ্যমে উচ্চ পর্যায়ের অনুমতি ছাড়া পাম্পটি চালু করতে দেওয়া হবে না বলে বিজিবি-বিএসএফ কে জানায়। এছাড়া, সীমান্তে মানুষ হত্যা, নারী-শিশু পাচার রোধ, মাদক ও বিভিন্ন পন্য চোরাচালানী প্রতিরোধে ব্যাপক আলোচনা হয়।
