কাউখালী (পিরোজপুর),প্রতিনিধি : পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষক-খেতমজুর সমিতির উপজেলা কমিটির উদ্যোগে সন্ধ্যা কচা, কালীগঙ্গা নদী ভাঙ্গান রোধ, নদী ভাঙনের ভুমিহীনদের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে খাস জমি বন্দোবস্ত ,প্রকৃত ভুমিহীনদের খাস জমির বন্দোবস্ত দেয়া, ও দ্রব্যমূল্যে উর্ধ্বগতি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ,উপজেলা হাসপাতলের নতুন ভবন দ্রুত নির্মান, ক্ষুদ্র ব্যবসায়ীদের লাইসেন্স প্রদানে দূর্নীতি ও হয়রানী বন্ধসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে।
সকালেকাউখালী উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা কৃষক সমিতির সভাপতি নারায়ন চন্দ্র মিস্ত্রির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কৃষক খেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, জেলা শাখার সভাপতি কমরেড নিমাই মন্ডল, বীরেন মন্ডল, সমর সমদ্দার প্রমুখ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ১৩ দফা দাবী সমূহ বাস্তবায়নের জন্য একটি স্মারকলিপি প্রদান করে।
