ময়মনসিনংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা এলাকার নিজ বাসায় ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক বাচ্চুসহ একই পরিবারের চার খুনের ঘটনায় হত্যাকান্ডের মূল হোতাসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত রাতে এদেরকে আটক করে জেলা ডিবি অফিসে জিঞ্জসাবাদের জন্য আনা হয়েছে। তবে সুষ্ঠ্যু তদন্তের স্বার্থে আসামীদের নাম প্রকাশ করেনি পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আবু আহাম্মদ আল মামুন জানান, হত্যাকান্ডের মূল হোতাসহ একাধিক আসামী আটক করা হয়েছে। এরমধ্যে সন্দেহভাজন দু’একজন আছে।
এদিকে চার খুনের ঘটনায় নিহত বাচ্চুর পিতা ওয়ারেছ আলী বাদী হয়ে সন্দেহভাজন চার জনের নাম উলেখ করে ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।
ভারুকা মডেল থানর ওসি গোলাম সারোয়ার জানান, গ্রেফতার ও তদন্তের স্বার্থে পুলিশ এজাহারে উলেখিত আসামীদের নাম প্রকাশে রাজি হয়নি।
এদিকে নিহতদের মরদেহ ভাুলকা থেকে আজ বুধবার সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে আনা হয়েছে।
সোমবার রাতের কোনো এক সময়ে ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা এলাকার নিজ বাসায় ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী শেফালী বেগম পারুল (২৫) এবং দুই শিশু কন্যা জিনিয়া (৬) ও রিভাকে (২) কুপিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে দূর্বৃত্তরা।
