রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সুজন-সুশাসনের জন্য নাগরিক’র উপজেলা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত রবিবার বিকেল ৩টায় রাণীনগর শের-এ-বাংলা মহাবিদ্যালয় মিলনায়তনে অত্র মহা বিদ্যালয়ের মনো বিজ্ঞান বিভাগের প্রভাষক আবু হাসান মন্ডল’র সভাপতিত্বে সর্ব সম্মতি ক্রমে সাংবাদিক আবুল বাশার (চঞ্চল) কে সভাপতি ও সাংবাদিক সাইদুজ্জামান সাগর কে সাধারন সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট ২০১৫-১৬ ইং সনের জন্য ২ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি প্রভাষক আবু হাসান মন্ডল ও সাংবাদিক মমতাজ সাথী, যুগ্ম সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ শাহজাহান আলী, দপ্তর সম্পাদক হাসিবুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক পাভেল রহমান, নির্বাহী সদস্য বখতিয়ার হোসেন ডায়মন্ড, সাদেকুল ইসলাম সেলিম, হবিবর রহমান, শাহজাহান রাজা, জাহাঙ্গীর আলম খোকন, উজ্জল হোসেন, সামিউল ইসলাম রিপু, রনি ইসলাম, রানা আহমেদ।
