hotময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের লবনকোঠা এলাকার নিজ বাসায় ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু, তার স্ত্রী পারুল বেগম (২৫) এবং দুই শিশু কন্যা জিনিয়া (৬) ও রিভাকে (২) কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। ১৫ ডিসেম্বর সোমবার রাতের কোনো এক সময়ে তাদের স্বপরিবারে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে। তবে কেন এবং কারা তাদের খুন কয়েছে, তা পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
ভালুকা মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাচ্চু’র রক্তাক্ত লাশ বাড়ীর সামনে রাখা একটি বাস থেকে উদ্ধার করা হয়েছে এবং লবনকোঠা এলাকার নিজ বাসা থেকে তার স্ত্রী ও দুই শিশু কন্যার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
এদিকে স্থানীয়দের ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ নৃসংশ্য হত্যাকান্ড ঘটতে পারে। তবে হত্যাকান্ডের রসহ্য উদঘাটনের চেষ্ঠা চলছে বলে জানান ওসি।
রফিকুল ইসলাম বাচ্চু বাস চালক ছিলেন। যে বাসটি তিনি চালাতেন, সেই বাসের ভিতর থেকেই তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে।
