দিনাজপুর প্রতিনিধি : প্রথম প্রহর ১২টা এক মিনিটে ৩১ বার তোপধ্বনী ও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনাজপুরে নানা কর্মসূচী’র মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস।

জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রথম প্রহর ১২টা এক মিনিটে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনাজপুরে বিজয় দিবসের সূচনা করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী,জেলা পুলিশ সুপার রুহুল আমিন সহ জেলা প্রশাসন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এছাড়াও মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করে দিনাজপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,দিনাজপুর জেলা পরিষদ, দিনাজপুর পৌরসভা, দিনাজপুর প্রেসক্লাব,দিনাজপুর সাংবাদিক ইউনিয়ন, দিনাজপুর জেলা দোকান মালিক-ব্যবসায়ী সমিতি, দিনাজপুর শিল্প ও বণিক সমিতি,দিনাজপুর শিক্ষা বোর্ড, জেলা কারাগার কর্র্তৃপক্ষ,দিনাজপুর মেডিকেল কলেজ, আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক দল, সাহিত্য,সামাজিক-সাংস্কৃতিক সংগঠন,শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী,বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ।
দিবসটি উপলক্ষে বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে আলোক সজ্জা করা হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষে দিনাজপুর গোর-এ-শহীদ বড় ময়দানে কুজকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী,জেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা,ষ্টেশন ক্লাবে মহিলা ক্রীড়া প্রতিযোগিতা,মুক্তিযুদ্ধ ভিক্তিক প্রমাণ্যচিত্র প্রদর্শন,প্রীতি ফুটবল প্রতিযোগিতা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
