হাতীবান্ধা(লালমনিরহাট)প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধায় রোববার দুপুরে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বিনামূলে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। উপজেলা হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংদীয় কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি।

এতে হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান সেলিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্বাস উদ্দিন ভুঁইয়া প্রমুখ। প্রথম দিনে উপজেলা ফকিরপাড়া ও সানিয়াজান ইউনিয়নের স্কুলগুলোতে বিনামূল্যের বই সরবরাহ করা হয়। এভাবে প্রতিদিন দুটি ইউনিয়ন করে উপজেলার মোট ১২ টি ইউনিয়নে ওই বই বিতরণ করা হবে বলে জানিয়েছে শিক্ষা কর্মকর্তা আব্বাছ আলী ভুইঁয়া।
