রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থেকে অপহৃত যুবককে ৮ দিন পর নীলফামারী থেকে উদ্ধার করেছে থানাপুলিশ। এঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে । গত ৭ ডিসেম্বর তাকে কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে অপহরণ করে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় ।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, উপজেলার মধুপুর গ্রামের দিলবর রহমানের ছেলে এমদাদুল হক কালুকে অপহরণকারীরা মোবাইল ফোনে সান্তাহার রেল ষ্টেশনে ডেকে নেয় । এর পর বাশিদুল নামের এক যুবক তাকে পার্ববতিপুরে ট্রেন যোগে নিয়ে যায় । সেখানে তার সাথে যোগ দেয় জাহাঙ্গীর নামক এক যুবক। এর পর নিলফামারী জেলার ডোমার উপজেলার বামনিয়া গ্রামের আফাজ উদ্দীনের ছেলে বাশিদুলের বাড়ীতে আটক রেখে ঘটনার দু’ দিন পর এমদাদুলের বাড়ীতে মোবাইল ফোনে ৩ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় । এর পর আবারো ফোন করে দেড় লক্ষ টাকা দাবি করলে এমদাদুলের পরিবারের লোকজন অপহরণকারীদের দেয়া বিকাশ নাম্বারে ১৬ হাজার টাকা পাঠায়। অবশেষে গত রবিবার এমদাদুলের ফুফাতো ভাই হাফিজার রহমান রাণীনগর থানায় একটি সাধারণ ডায়েরী করলে পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান এর তত্বাবধানে অপহরণকারীদের মোবাইল ফোনের সুত্র ধরে রবিবার রাতে ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহিল জামান এর নেতৃত্বে অভিযান চালিয়ে আটককৃত স্থান থেকে অপহৃত এমদাদুলকে উদ্ধার করে এবং অপহরণে জড়িত থাকার সন্দেহে বাশিদুলের ছোট ভাই রাশেদুল (২২) ভগ্নিপতি রবিউল ইসলাম সাদ্দাম (২৬) কে আটক করে। এর পর সোমবার সকালে মধুপুর গ্রামের সেকেন্দার আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৬) কেও আটক করা হয় ।
অপহৃত যুবক এমদাদুল জানান, গত বছর বাশিদুলসহ কয়েকজন তার বাড়ীতে ধান কাটার কাজ করেছিল । সেই থেকে তাদের পরিচয় এবং মাঝে মধ্যে মোবাইল ফোনে যোগাযোগও হতো । সেই সুত্র ধরে ঘটনার দিন বাশিদুল তাকে সান্তাহার ডেকে নিয়ে যায় । সেখান থেকে বাশিদুলের বাড়ীতে কৌশলে নিয়ে গিয়ে আটক রেখে মুক্তিপণ দাবি করে বলে জানান তিনি।
