ময়মনসিংহ প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্কয়ার টাউনহল মোড় সড়কে দৃষ্টিনন্দন দেয়াল লিখন ও আলপনা এঁকেছে জয়নুল শিশু চারু পাঠের ক্ষুদে শিল্পীরা।

সোমবার বিকেলে দেয়ালে চিত্র এঁকে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী। এসময় জয়নুল আবেদিন সংগ্রহশালার উপ-কীপার ড. বিজয় কৃষ্ণ বণিকসহ প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আলপনা ও দেয়াল লিখনে ৩০/৪০ জন ক্ষুদে শিল্পী অংশগ্রহণ করে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে
আমাদের সবচাইতে বড় শক্তি আমাদের মুক্তিযুদ্ধ- জেলা প্রশাসক
আমাদের সবচাইতে বড় শক্তি আমাদের মুক্তিযুদ্ধ। পাক-হানাদারদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ না হলে এ দেশ স্বাধীন হতো না। স্বাধীনতা না আসলে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। মুক্তিযুদ্ধ আমাদের প্রেরণা জোগায়।
সোমবার জেলা প্রশাসনের আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজে বিজয় দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ এ কে এম আব্দুর রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি জেলা প্রশাসক মুস্তাকীম বিল¬াহ ফারুকী এ কথাগুলো বলেন। তিনি আরও বলেন, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠনের লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। তাই শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যনের মাঝে বক্তব্য রাখেন ইসলামী ফাউন্ডেশনের সাবেক পরিচালক র.ক.ম নাজিমউদ্দৌলা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এড. আনিসুর রহমান খান, পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আনোয়ার হোসেন, সাংবাদিক জিয়াউদ্দিন আহমেদ।
এর আগে বিজয় দিবসের প্রবন্ধ পাঠ করেন ট্রিচার্স ট্রেনিং কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোকাররম হোসেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
