রাজশাহী প্রতিনিধি: দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক ও বুদ্ধিজীবি অধ্যাপক হাসান আজিজুল হকের বাসার বিদ্যুতিক তার চুরি হয়ে গেছে। রোববার দিবাগত রাতের অন্ধকারে এ তার চুরি করে নিয়ে যায় চোরদের একটি সংঘবদ্ধ চক্র।। এসময় পার্শবর্তী আরো তিনটি বাসার তার চুরি করে নিয়ে যায়।
সরেজমিনে গিয়ে জানা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসিক এলাকা বিহাশে দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক ও বুদ্ধিজীবি অধ্যাপক হাসান আজিজুল হকের নিজ বাসভবন। রোববার দিবাগত রাতে তার বাসায় ব্যবহৃত তামার এই বিদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়। একই সময়ে পার্শবর্তী আরো তিনটি বাসা থেকে বিদ্যুতিক তার চুরি করে এ চক্র। গত কয়েকদিন আগেও ওই এলাকার আরো চারটি বাসা থেকে বিদ্যুতিক তার চুরি হয়ে যায় বলে জানা গেছে। এসব চোররা সবাই মাদকসেবী বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে অধ্যাপক হাসান আজিজুল হক বলেন, বাসা থেকে রাতে কে বা কারা চুরি করে নিয়ে গেছে আমি জানি না। তবে যারা নেশাদ্রব্য গ্রহন করে তারাই চুরি করতে পারে। বাসার মিটার থেকে বিদ্যুৎ সংযোগ নিতে ৮০ গজ তার প্রয়োজন হয়। এগুলো সবই তামার তার ছিলো। এখন বাসায় বিদ্যুৎ সংযোগ দিতে প্রায় তিন হাজার টাকা খরচ হচ্ছে বলে জানান তিনি।
নিরপত্তাহীন মনে করছেন কি না জানতে চাইলে বলেন, আমি আসলে নিরপত্তাহীন মনে করছি না। তবে এ এলাকায় চোর এবং আসবাবপত্র এ দুটোই নিরপত্তাহীন। আসবাবপত্র চোরের জন্য আর চোর পুলিশের জন্য নিরপত্তাহীন।
এ ব্যাপারে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, শিক্ষকদের আবাসিক এলাকা থেকে চুরির ঘটনা কাম্য নয়। ওই এলাকায় নয়জন গার্ড নিয়মিত দায়িত্ব পালন করেন। এর মধ্যে বিদ্যুতিক তার চুরি হবার কথা না। এতে গার্ডদের সংশ্লিষ্টতা থাকতে পারে। তবে এর সাথে কারা জড়িত খোজ নিয়ে দেখছি বলে জানান তিনি।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক ড. শফিউল ইসলামকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এই বিহাশ এলাকাতেই হত্যা করে সন্ত্রাসীরা।

রুয়েটের সিন্ডিকেট সদস্য হাসান আজিজুল হক
দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনিত করেছেন বাংলাদেশের মাননীয় রাষ্ট্রপতি ও রুয়েটের আচার্য এ্যাড. আবদুল হামিদ। রোববার দুপুরে রাষ্ট্রপতি দফতর ডাকযোগে পাঠানো এক চিঠিতে কথা সাহিত্যিক হাসান আজিজুল হককে একথা জানান হয়।
রুয়েটের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, রুয়েটের সিন্ডিকেটে ১৭জন সদস্য থাকেন। যারা প্রত্যেকেই দুই বছরের জন্য মনোনিত হয়ে থাকেন। এ হিসেবে কথা সহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক এখন থেকে সিন্ডিকেট সদস্য আগামী ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
