দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মওদুদ (২৫) নামে এক বাংলাদেশি যুবক কে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ১৫ ডিসেম্বর সোমবার ভোরে জলঙ্গী ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করে। সে রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া গ্রামের মাঈনুদ্দীন আলীর ছেলে।

এলাকাবাসী জানায়, সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে মওদুদ চল্লি¬শপাড়া সীমান্তের ৮৫/১০ (আর) সীমান্ত পিলার পার হয়ে ভারতের কেরালা রাজ্যে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে ভারতীয় সীমানায় প্রবেশ করে। এ সময় ভারতে জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে নিজ ক্যাম্পে নিয়ে যায়।
৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধিনস্থ রামকৃষ্ণপুর বিওপি’র অধিনায়ক নায়েক সুবেদার মমতাজ হোসেন জানান, আটক যুবককে ফেরত চেয়ে ভারতের ৯১ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ জলঙ্গী বিএসএফ ক্যাম্পে পত্র প্রেরন করা হয়েছে। তবে এরিপোর্ট লেখা পর্যন্ত বিএসএফ’র পক্ষ থেকে পত্রের জবাব পাওয়া যায়নি বলে তিনি জানিয়েছেন।
