জামালপুর সংবাদদাতা : জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অপহরণের ২০ দিন পর এক কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃতা বকশীগঞ্জ কিয়ামত উল্লাহ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী বলে জানাগেছে। এ ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোস্তাছিনুর রহমান জানান, ওই কলেজ ছাত্রী গত ২৩ নভেম্বর থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বকশীগঞ্জ উপজেলার মালীবাগ মোড় এলাকার কাজল ড্রাইভারের ছেলে সাইদুর রহমানকে আসামী করে গত ২৫ নভেম্বর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।
