আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় গত কয়েকদিন ধরে বিদ্যুতের অব্যাহত লোডশেডিং-এ জনজীবন অতিষ্ট হয়ে পরেছে। অফিসে ফোন করলে তারা দেই-দিচ্ছি বলে গ্রাহকদের সাথে প্রতারণা করে আসছে। অনেক সময় কোন সঠিক জবাব না দিয়ে ফোন বন্ধ রাখে।

জানা গেছে, পল্লী বিদ্যুৎ আগৈলঝাড়া জোনাল অফিস লাইন সংস্কারের অজুহাত দেখিয়ে গত একমাস ধরে দিনের পর দিন সকাল থেকে বিকেল এমনকি সন্ধ্যা পর্যন্ত লোডশেডিং-এর নামে হাজার হাজার গ্রাহকদের সাথে হয়রানি চালিয়ে যাচ্ছে। দু’একদিন মাইকিং করে সকাল থেকে ৪টা পর্যন্ত লাইন বন্ধ রাখার ঘোষণা দিলেও তা চালু হয় তাদের ইচ্ছেমত সময়ে। পল্লী বিদ্যুতের এ খামখেয়ালীর কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে ব্যবসায়ী মহল ও ইলেকট্রনিক্স সামগ্রী। বিদ্যুতের এ অবস্থায় হয়রানির শিকার হচ্ছে স্থানীয় সংবাদকর্মীরা। তারা বিদ্যুতের কারণে যথাসময়ে সংবাদ প্রেরণ করতে পারছেনা। এব্যাপারে ভারপ্রাপ্ত ডিজিএম জানান, মাদারীপুরের ৩৩ কেভি লাইন সংস্কারের জন্য মাঝেমধ্যে লাইন বন্ধ রেখে কাজ করা হচ্ছে।
