নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করেছে। ১৪ ডিসেম্বর রবিবার সকালে নালিতাবাড়ী সেঁজুতি বিদ্যা নিকেতনের উদ্যোগে ওই শোভাযাত্রাটি বের হয়।এ ছাড়া স্থানীয় মুক্তিযোদ্ধা মঞ্চ চত্বরে অবস্থিত শহীদ মিনারে নালিতাবাড়ী সেঁজুতি বিদ্যা নিকেতনের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

পরে শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অধ্যক্ষ মনিরুজ্জমানের সভাপতিত্বে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আঞ্চলিক ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন। আলোচনা শেষে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
