দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : তুলার মূল্য কম দেয়ার প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে তুলা চাষীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুর ১২টায় উপজেলার প্রাগপুর বাজারে চাষীরা এ মানববন্ধন করে তুলার ন্যায়্য মূল্য দাবি করেছে।

তুলা চাষীদের অভিযোগ, সরকার নির্ধরিত প্রতিমন তুলা ২৪৫০ টাকা দরে চাষীদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। অথচ তুলা ক্রয়কারী জিনারগন (ডিলার) চাষীদের মনপ্রতি ১৯০০ টাকা করে দিচ্ছেন। মনপ্রতি ৫৫০ টাকা কম দেয়া হচ্ছে। প্রতিমন তুলায় ৫৫০ টাকা করে কম দেয়া হলে চাষীদের উৎপাদন খরচ বাদ দিয়ে লাভের পরিবর্তে লোকসান গুনতে হবে। তাই তারা মানববন্ধন করে সরকার নির্ধারিত মূল্য পরিশোধের দাবি জানিয়েছেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, তুলা চাষী স্বপন, ইসমাইল হোসেন ও মুকুল হোসেন প্রমুখ। উল্লেখ্য গতবছর প্রতিমন তুলা ২৫০০ টাকা করে ক্রয় করা হলে এবছর তুলা চাষ বৃদ্ধি পায়।
