শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মিথ্যাচারকে শিল্পে পরিণত করেছেন বলে মন্তব্য করে জাসদ সভাপতি, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া মিথ্যাচারের রাজনীতিকে কৌশল হিসেবে বেছে নিয়েছেন। মিথ্যাচারকে শিল্পে পরিণত করেছেন। মিথ্যাচারে হাবুডুবু খাচ্ছেন। তিনি মিথ্যাচারের মহারাণী। তিনি ১৪ ডিসেম্বর রবিবার সচিবালয়ে তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে ওইসব কথা বলেন। শনিবার নারায়ণগঞ্জে দলীয় সমাবেশে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাব দিতে ওই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

বঙ্গবন্ধু মৃত্যুর ভয়ে স্বাধীনতার ঘোষণা দেননি বলে জনসভায় দেওয়া খালেদা জিয়ার বক্তব্য সম্পূর্ণ অসত্য, মিথ্যাচার ও ভিত্তিহীন বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনো মৃত্যুকে ভয় পাননি। একাত্তরে তার ফাঁসি দেওয়ার চক্রান্ত হয়েছিল, এতে তিনি ভীত হয়ে মাথানত করেননি। বরং জিয়াউর রহমানই মৃত্যু ভয়ে ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেনানিবাসে ছিলেন। খালেদা জিয়ারও মৃত্যুর ভয় ছিল, এজন্য তিনি সেনানিবাসে থাকতেন।
‘আওয়ামী লীগ সরকারের আমলে যে পরিমাণ লোক খুন হয়েছে ৭১ সালেও এতো লোক মারা যায়নি’- নারায়ণগঞ্জের জনসভায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার এমন অভিযোগের প্রতিবাদ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ওই বক্তব্যের মাধ্যমে খালেদা জিয়া মুক্তিযুদ্ধ ও শহীদদের প্রতি অসম্মান দেখিয়েছেন। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি তার ন্যূনতম সম্মানবোধ থাকলে এমন উদাহরণ তিনি দিতে পারতেন না। ১৬ ডিসেম্বরের আগেই এই বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান তথ্যমন্ত্রী।
