স্টাফ রিপোর্টার : শেরপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন বাস্তবায়নে প্রথম আলো বন্ধুসভার ভূমিকা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ ডিসেম্বর শুক্রবার বিকেলে শহরের মাধবপুরস্থ শেরপুর রোটারী ক্লাব ভবনে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব), শেরপুর এ আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শেরপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক আনোয়ারুল সাদাত।

আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটাবের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক আব্দুল আলিম, নাটাবের শেরপুর-জামালপুর জেলার প্রতিনিধি মহিউদ্দিন গাজী, প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, শেরপুর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক দূর্জয় সাহা প্রমুখ।
সভায় তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধের ওপর গুরুত্বারোপ করে নাটাব কর্মকর্তা আব্দুল আলিম বলেন, অপ্রাপ্ত বয়স্কদের নিকট তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধের আইনটির যথাযথ প্রয়োগ হলে ধূমপান বিরোধী কার্যক্রম অনেকাংশে সফল হবে। তিনি তামাকজাত দ্রব্যের অপব্যবহাররোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে শেরপুর বন্ধুসভার সদস্যদের সহযোগিতা কামনা করেন।
সভায় শেরপুর বন্ধুসভার সদস্যরা কখনো ধূমপান করবেন না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।
