কুমিল্লা প্রতিনিধি: চলতি বছরের নভেম্বর মাসে কুমিল্লার ১৬ উপজেলায় ডাকাতি, খুন, নারী নির্যাতন ও মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ৫শ’ ৯৭টি মামলা হয়েছে। এর মধ্যে ডাকাতি ১টি, দস্যুতা ৩টি, খুন ১১টি, দ্রুত বিচার আইনে ছিনতাইয়ের ঘটনায় ৩টি, নারী নির্যাতন ৬১টি, শিশু নির্যাতন ১টি, অপহরণ ১টি, পুলিশ আক্রান্ত ৪টি, সিধেল চুরি ৮টি, গবাদি চুরি ১টি, অন্যান্য চুরি ১৪টি, অস্ত্র আইনে ৭টি, মাদকদ্রব্য আইনে ২শ’ ৮১টি, চোরাচালান ৩টি, অন্যান্য ১শ’ ৯৮টি মামলা হয়েছে। কিন্তু নভেম্বর মাসে কুমিল্লায় দাঙ্গা ও বিস্ফোরক আইনে কোন মামলা হয়নি।
ডাকাতি, খুন, নারী নির্যাতন ও মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে ৫শ’ ৯৭টি মামলার মধ্যে কোতয়ালী মডেল থানায় ১শ’ ৬৩টি মামলার মধ্যে দস্যুতা ২টি, খুন ২টি, ছিনতাই ২টি, নারী নির্যাতন ৩টি, পুলিশ আক্রান্ত ১টি, সিধেল চুরি ২টি, অন্যান্য চুরি ৩টি, অস্ত্র আইনে ৩টি, মাদকদ্রব্য ১শ’ ১৩টি, চোরাচালান ২টি, অন্যান্য ৩০টি এবং সদর দক্ষিণ মডেল থানায় ৬৩টি মামলার মধ্যে দস্যূতা ১টি, নারী নির্যাতন ৫টি, সিধেল চুরি ১টি, অন্যান্য চুরি ১টি, অস্ত্র আইন ২টি, মাদকদ্রব্য ৩৩টি, অন্যান্য মামলা ১৯টি। এ ছাড়া চৌদ্দগ্রামে ৪৬টি, নাঙ্গলকোটে ১৩টি, লাকসামে ১৫টি, মনোহরগঞ্জে ৫টি, বুড়িচংয়ে ৫০টি, ব্রাহ্মণপাড়ায় ২২টি, বরুড়া ২৮টি, চান্দিনায় ২৪টি, দাউদকান্দিতে ৪১টি, তিতাসে ১৪টি, মেঘনায় ৮টি, হোমনায় ১৯টি, মুরাদনগরে ৫৮টি, দেবিদ্বারে ২৮টি মামলা হয়েছে বলে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের জুডিসিয়াল মুন্সীখানা সূত্রে এ তথ্য জানা যায়।
