দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি অভিযান চালিয়ে ৩৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। শুক্রবার রাত ১০টার দিকে বিলগাথুয়া বিওপি’র বিজিবি সদস্যরা ময়রামপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বস্তা ভর্তি ফেনসিডিল উদ্ধার করে।

বিজিবি সূত্র জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে ৪৭ ব্যাটালিয়ন অধিনস্থ বিলগাথুয়া বিওপি’র বিজিবি সদস্যরা সীমান্ত সংলগ্ন ময়রামপুর মাঠে অভিযান চালায়। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারী চক্র বস্তা ভর্তি ফেনসিডিল ফেলে পালিয়ে গেলে বিজিবি সদস্যরা বস্তার ভিতর থেকে ৩৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
