ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে জাতীয় ছাত্র সমাজের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সকাল ১১টায় জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে এ সম্মেলনের উদ্বোধন করা হয়। আহবায়ক আ: রাজ্জাক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মো: ইফতেখার আহসান হাসান। কেন্দ্রীয় কমিটির জাতীয় পার্টির সদস্য আলহাজ্ব বজলুর রহমান ও ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন।
