শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে গ্রামীণ ঐতিহ্যবাহী ষাঁড়ের মই দৌড় প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার খোশালপুর মাঠে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় ইসলামপুর উপজেলার নাপিতেরচর গ্রামের ওয়াসিম মিয়ার মই দল চ্যাম্পিয়ন ও খোশালপুর গ্রামের দুলাল মিয়ার মই দল রানারআপ হয়। খোশালপুর গ্রামবাসীর আর্থিক সহায়তায় স্থানীয় কৃষক ক্লাবের উদ্যোগে সপ্তাহব্যাপী এ মই দৌড় প্রতিযোগিতায় পালাক্রমে ৩০টি মই দল অংশগ্রহণ করে। এলাকার শতশত লোক এ মই দৌড় প্রতিযোগিতা উপভোগ করে।
