স্টাফ রিপোর্টার : আগামী ১৬ ডিসেম্বর ৪৩তম মহান বিজয় দিবসকে সামনে রেখে শেরপুরে এখন চলছে জাতীয় পতাকা বিক্রির ধুম। ইতোমধ্যে অনেক যানবাহনেও ছোট ছোট জাতীয় পতাকা লাগিয়ে চালকরা গাড়ি চালাচ্ছেন। বর্তমানে শেরপুর শহরের বিভিন্ন সড়ক ও বাজারে অন্তত: ১০ থেকে ১৫ যুবক হাতে ও কাঁধে জাতীয় পতাকা ঝুলিয়ে তা বিক্রির জন্য ঘুরে বেড়াচ্ছেন। বড় আকারের একেকটি পতাকা ১২০ থেকে ২শ টাকা পর্যন্ত তাঁরা বিক্রি করছেন। তবে শিশুদের জন্য তৈরি করা ছোট পতাকাগুলো ২০ থেকে ২৫ টাকায় বিক্রি করা হচ্ছে। এছাড়া ১০-১২ টাকা মূল্যে ১৬ ডিসেম্বর; বিজয় দিবসের লোগো সম্বলিত শিশু-কিশোরদের জন্য হাত ও মাথার ব্যান্ড ও ব্যাজ বিক্রি হচ্ছে দেদারছে।

রঘুনাথ বাজার থানামোড়ে পতাকা বিক্রিরত যুবক জামাল হোসেন বলেন, প্রতি বছরের স্বাধীনতা ও বিজয় দিবস এলেই তিনি জাতীয় পতাকা বিক্রি করে থাকেন। দুই দিবসে পতাকা বিক্রি করে তাঁর প্রায় ১০ হাজার টাকা আয় হয় বলে তিনি জানান।
