আব্দুুল হামিদ, বটিয়াঘাটা (খুলনা) : বটিয়াঘাটার ভান্ডারকোট গ্রাম থেকে বৃহস্পতিবার বিকেলে র্যাব-৬ এর সদস্যরা বিপুল পরিমাণ অস্ত্র সহ ২ জনকে আটক করেছে। সুন্দর বনের জলদস্যু খোকাবাবু বাহিনীর প্রধান মোঃ কবিরুল ইসলাম ওরফে খোকা বাবু(৩৫) ও তার সঙ্গি মনিরুল ইসলাম ওরপে রাঙ্গা ডাকাত (৩২) কে র্যাব সদস্যরা নড়াইল জেলার কালিয়া বাজার এলাকা থেকে আটক করে। তাদের স্বীকারোক্তিতে বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট গ্রামের জনৈক মৃত ইশারাত আলীর পুত্র নাসির আলীর বাড়ির উত্তরে ওয়াপদা রাস্তার স্লোভে ময়লার স্তুপ থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি পিস্তলের ম্যাগজিন, ২টি দেশী তৈরী ওয়ান সুটার গান, ১টি দেশী পাইপ গান, ৩ রাউন্ড পিস্তলের গুলি, ২ রাউন্ড রাইফেলের গুলি, ৪টি শর্ট গানের কার্তুজ ও ৬টি রাম দা উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র সহ ধৃতদের সন্ধ্যায় বটিয়াঘাটা থানায় সোপার্দ করেন। এলাকাবাসীর অভিযোগ দীর্ঘ দিন ধরে আটক ব্যক্তিরা সুন্দর বনের বিভিন্ন এলাকায় ডাকাতি দস্যুতা এবং অপহরণের মাধ্যমে মুক্তিপন আদায় করে আসছে। তাদের ভয়ে এলাকায় কেউ মুখ খুলতে সাহস পায়না। অভিযান পরিচালনা করেন র্যাবের ডিএডি ফকির সাইফুদ্দিন আহমেদ এসআই মমিন উদ্দিন, এএআই সেলিম পিও তৈয়েব আলী, কর্পোরাল নুরুল ইসলাম প্রমুখ।
